নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১২:৫৫। ২২ মে, ২০২৫।

বিতর্কের মাঝে উর্বশী বললেন ‘মা আমার অনুপ্রেরণা’

মে ২১, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে এবার আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তার পোশাক নির্বাচন নিয়ে অনুরাগীরা অসন্তুষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশীর পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এসবের মাঝেও অভিনেত্রীর মন ভালো নেই।

কারণ, এই প্রথমবার তিনি মাকে ছাড়া কান চলচ্চিত্র উৎসবে এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মায়ের অসুস্থতার কারণেই তাকে সঙ্গে আনতে পারেননি। সম্প্রতি এক বড় দুর্ঘটনায় তার মা গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হুইলচেয়ারে চলাফেরা করছেন। এই কারণে মাকে সঙ্গে না আনতে পারার আক্ষেপ প্রকাশ করেছেন উর্বশী।

আরও পড়ুনঃ  কানের লাল গালিচায় শুভ্র সিমি, সবুজ রেশমি শাড়িতে শর্মিলা

উর্বশী বলেন, ‘মা-ই আমার অনুপ্রেরণা। মর্মান্তিক দুর্ঘটনার কারণে তিনি হুইলচেয়ারে আটকে আছেন। কিন্তু এই কঠিন সময়ে মায়ের মনের জোরই আমাকে অনেক এগিয়ে দেয়।’ চলচ্চিত্র জগতে উর্বশীর পরিবারের কেউ যুক্ত নন। তাই এই যাত্রাপথ তার জন্য মোটেই মসৃণ ছিল না। এই কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মাকে সঙ্গে না আনতে পারার জন্য তিনি অনুতপ্ত।

আরও পড়ুনঃ  সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করব : মারিয়া মিম

প্রসঙ্গত, এই উৎসবে উর্বশীর দুটি পোশাকই ব্যাপক সমালোচিত হয়েছে। প্রথম দিন তিনি তোতাপাখির মতো রঙিন পোশাক পরেছিলেন এবং হাতেও একটি তোতাপাখি ধরেছিলেন, যা দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। দ্বিতীয় দিনেও পোশাক বিভ্রাট পিছু ছাড়েনি। রবিবার উর্বশী পোশাক পরিকল্পক নাজা সাদের নকশা করা একটি কালো স্বচ্ছ গাউন বেছে নিয়েছিলেন।

আরও পড়ুনঃ  ঈদেই মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’, ফের উঠবে হাসির ঝড়

মঞ্চে এসে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তেই বিপত্তি ঘটে। তার বাম বাহুর নিচের অংশটি ছেঁড়া ছিল, যা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মুহূর্তেই অভিনেত্রীর সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসাহাসি শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।