নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১০:৩৭। ১৪ সেপ্টেম্বর, ২০২৫।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি!

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:৫৩
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বাংলা ক্রিকেট সংস্থা হল পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এই অঞ্চলের ক্রিকেটের আবারো দায়িত্ব পেতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। আবারো সিএবির সভাপতি হচ্ছেন তিন।

আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচন সিএবিতে। তার আগে আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, সৌরভ এবং তার প্যানেল আজই মনোনয়ন জমা দেবেন। বিরোধীদের কেউ নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভবাবনাই বেশি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সৌরভ।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন

আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে সিএবির প্রতিনিধিত্ব করবেন সৌরভই। শুক্রবার সব রাজ্যসংস্থা তাদের প্রতিনিধির নাম বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সিএবি জমা দিয়েছে সৌরভের নাম। ফলে শুক্রবারই অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে, সৌরভই বাংলার ক্রিকেটের মসনদে বসতে চলেছেন।

আরও পড়ুনঃ  আবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, মিমিকে যে কথা শুনিয়ে দেন অভিনেতা

সৌরভের সভাপতি হওয়া কার্যত নিশ্চিত হয়ে গেলেও তার প্যানেল নিয়ে ধোঁয়াশা রয়েছে। সচিব কে হবেন? দু’টি নাম নিয়ে গুঞ্জন আছে। সঞ্জয় দাস এবং বাবলু কোলে। বাবলু এর আগেও সিএবির সচিব ছিলেন। তাই অনেকেই মনে করছেন তারই সচিব হওয়া উচিত।

আরও পড়ুনঃ  ৩৩ বছর পর জাকসু নির্বাচন আগামীকাল

জাতীয় ক্রীড়া আইন যেহেতু এখনও কার্যকর হয়নি, তাই লোধা নিয়মেই নির্বাচন করছে সিএবি। সেই নিয়মে এখনও এক বছরের কাছাকাছি তিনি সিএবির পদে থাকতে পারবেন। বাবলু সচিব হলে সঞ্জয় কোষাধ্যক্ষ হতে পারেন। তাকে যুগ্ম সচিবের পদও দেওয়া হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।