অনলাইন ডেস্ক : গতকাল রাতেই জানিয়েছিল এবারের বিপিএলে দল থাকবে পাঁচটি। আজ শনিবার সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিসিবি। বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ৫ দলের বিপিএল আয়োজনের কথা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘আপনারা জানেন যে ৩-৪ দিন আগে বিপিএল গর্ভনিং কাউন্সিল পুর্নগঠন করা হয়েছে। আমাদের প্রথম সিদ্ধান্ত নিতে হয়েছে, এত কম সময়ে আমরা বিপিএল করব কি করব না। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বিপিএল হবে। মধ্য ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি শেষ হবে।’ এবার নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে চুক্তি করবে বিপিএল ম্যানেজমেন্ট জানালেন মিঠু, ‘আপনারা জানেন, এবারের বিপিএল নতুনভাবে শুরু হচ্ছে। আগে যাদের সাথে কন্টাক্ট ছিল সব শেষ হয়ে গেছে। আমরা একমাসের উইন্ডোতে ৫টা দল নিয়ে বিপিএল আয়োজন করতে চাচ্ছি। তবে ছয়টা কিংবা সাতটা যে হবে না তা...