
অনলাইন ডেস্ক : ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। তার আগে আজ মঙ্গলবার শেষ হয়েছে আসন্ন বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করার সময়। গতকাল পর্যন্ত আবেদন করেছিল মাত্র দুই দল। এর মধ্যে ছিল ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স। মঙ্গলবার সময় শেষ হওয়ার আগে আবেদন করেছে সিলেট, খুলনা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও নোয়াখালী। এ ছাড়া আগের মালিকানায় আসতে যাচ্ছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। দল পেতে শেষদিনে আবেদন করেছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। তবে ফরচুন বরিশাল থেকে আবেদন করেনি কেউ। বিপিএলে দল পেতে আবেদন করা ১০ প্রতিষ্ঠান- ঢাকা ক্যাপিটালস - রিমাক হারল্যান কুমিল্লা ফাইটার্স - এসএস গ্রুপ চিটাগং কিংস - এসকিউ স্পোর্টস খুলনা টাইগার্স - মাইন্ড ট্রি গ্রুপ রংপুর রাইডার্স - বসুন্ধরা গ্রুপ রাজশাহী কিংস...
Developed by BDITHOST