অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিসিবির নবনির্বাচিত কমিটির পরিচালকরা। নতুন পরিচালকদের প্রথম সভা শেষে ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন ডিসেম্বরে হবে পরবর্তী বিপিএল।
দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উপযুক্ত সময়ে আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। এদিকে, বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে। এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য থাকছে বেশ কিছু সুবিধা।
বিসিবির একজন পরিচালক ঢাকা পোস্টকে বলেন, ‘বিপিএলে ৫-৬টা দল থাকবে। টিভি রাইটস এবং টিকিট বিক্রি থেকে ৩০ শতাংশ লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিকে দেবে বিসিবি। ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাড টাইমের ৩০ শতাংশ অ্যাড দিতে পারবে ফ্র্যাঞ্চাইজি। দুই ফ্র্যাঞ্চাইজি ১৫-১৫ মিনিট করে পাবে, তাদের নিজস্ব অথবা স্পন্সরের অ্যাড।’
টিভি রাইটস এবং টিকিট বিক্রি থেকে ৩০ শতাংশ লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিকে দেবে বিসিবি। ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাড টাইমের ৩০ শতাংশ অ্যাড দিতে পারবে ফ্র্যাঞ্চাইজি। দুই ফ্র্যাঞ্চাইজি ১৫-১৫ মিনিট করে পাবে, তাদের নিজস্ব অথবা স্পন্সরের অ্যাড।
বিসিবির এক পরিচালক আরও জানান, ‘এক্সটেনশন অব ইন্টারেস্টের সঙ্গে দুই কোটি টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এরপর আলোচনার পর যারা ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য নির্ধারিত হবেন তাদেরকে টেম্পোরারিলি সিলেক্ট করা হবে। পরবর্তী ৩ দিনের মধ্যে তাদের ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।’
এ ছাড়া ভেন্যু নিয়ে সেই কর্মকর্তা বলেন, ‘ঢাকা চট্টগ্রাম ও সিলেট ভেন্যু হিসেবে থাকবে। রাজশাহীতে ম্যাচ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সম্ভব না অনেকটাই, নেক্সট ইয়ারে ভেন্যু বাড়ানোর পরিকল্পনা আছে।’

