নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:১৪। ২০ আগস্ট, ২০২৫।

বিপিজেএ রাজশাহী শাখার আয়োজনে বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৫ ৯:৩২
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আয়োজনে আলোচনার সভার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম তোতা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামাদ খান’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সভাপতি জাবীদ অপু ও আসাদুজ্জামান আসাদ, সংগঠনের সদস্য ও ইনকিলাবের ফটো সাংবাদিক ফরিদ আখতার পরাগ, দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হক, দৈনিক সোনালী সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক মাইনুল হাসান জনি, সংগঠনের সাবেক সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম (দুখু), সংগঠনের সাবেক সহ-সভাপতি শাহিন খান, কোষাধক্ষ্য মিলন শেখ,সদস্য আজম খান।

আরও পড়ুনঃ  যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে : ট্রাম্প

এ সময় বক্তারা বলেন, ফটোগ্রাফি একটি ছবি শুধু নয়। একটি ছবি হাজারও কথা বলে। দক্ষতার সাথে আকর্ষণীয়ভাবে ছবি তোলার উপায়ই হলো ফটোগ্রাফি। সাধারণভাবে ছবি তোলা আর ফটোগ্রাফি কিন্তু এক বিষয় নয়। ছবি সবাই তুলতে পারে কিন্তু ফটোগ্রাফি সবাই করতে পারে না।

ফটোগ্রাফির ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হয় এবং বিভিন্ন টেকনিক অনুসরণ করতে হয় যা একটি ছবিকে ন্যাচারাল লুক দেয় এবং আকর্ষণীয় করে তোলে। প্রাকৃতিক, আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের বিষয় নিয়েই ফটোগ্রাফি করা যায়। ফটোগ্রাফি শেখার জন্য অধিক অনুশীলন, দক্ষতা অর্জন, বিভিন্ন টেকনিক অনুসরণ করা, ভিন্ন ভিন্ন পরিবেশে ছবি তোলা বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়।
আজকাল ফটোগ্রাফি শুধু শখ না অনেকে পেশা হিসেবেও ব্যবহার করে। বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফি করে হাজার হাজার টাকা আয় করা যায়। কিন্তু ফটো সাংবাদিকদের ফটোগ্রাফি করা খুব সহজ বিষয় নয়। প্রতিটি ছবি জন্য ফটো সাংবাদিকদের অনেক পরিশ্রমের করে সংগ্রহ করতে হয়। এছাড়াও ছবি সংগ্রহ করতে গেয়ে অনেক ফটো সাংবাদিকে জীবন দিতে হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বেঙ্গল বেকারিকে জরিমানা

বক্তার আরোও বলেন, ঘড়ের ভিতরে ফটোগ্রাফি দিবস পালন করলে হবে না। সাধারণ মানুষের মাঝে ফটোগ্রাফি দিবস কি তা সকলকে জানতে হবে। তাই আগমীতে আরো বড় পরিসরে ফটোগ্রাফি দিবস পালন করার আহব্বান জানান বক্তরা।

আরও পড়ুনঃ  রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এছাড়াও উপস্থিত , কাবিল হোসেন মো. মুক্তার হোসেন, ও মো: সোহরাব হোসেন প্রমূখ।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।