
স্টাফ রিপোর্টার : ৭ নভেম্বর বিএনপির একটি ঐতিহাসিক দিন। এই দিনে বাংলার রাখালরাজা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্ত করেছিল সিপাহী-জনতা। সে সময় মেজর জিয়া ও তাঁর পরিবার ক্যান্টনমেন্টে বন্দি ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশে যখন রাজনৈতিক পরিবর্তনের ঝড় বয়ে যাচ্ছিল, তখনই সেনাবাহিনী ও সাধারণ মানুষ জিয়ার প্রয়োজন অনুভব করে—কারণ সেনা সদস্যরা তাঁকে ভালোবাসতেন। তাই এই দিনে আন্দোলনের মধ্য দিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে মুক্ত করা হয় বলে উল্লেখ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। শুক্রবার বিকেলে পবা থানা মোড়ে নওহাটা পৌর বিএনপি ও পবা উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত...
Developed by BDITHOST