
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে দুই দিনব্যাপী উদ্ভাবনী মেলা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী আজ অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ মার্চ) দুপুর সাড়ে বারোটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলা প্রাঙ্গণে এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাগরিক সেবা যদি আরও বেশি ত্বরান্বিত করা যায় তা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন সফল হবে বলে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মন্তব্য করেন। মেলায় বিভাগের বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে ২৮টি স্টল নিজ নিজ উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে। উদ্ভাবনী ধারণাগুলোর উদ্ভাবকদের মধ্যে থেকে প্রধম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। সেরা উদ্ভাবকের পুরস্কার গ্রহণ করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিভাগীয় কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা...
Developed by BDITHOST