নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১২:২০। ৩০ আগস্ট, ২০২৫।

‘বিভাজনের রাজনীতি করলে জনগণ আপনাদেরও লালকার্ড দেখাবে’: ব্যারিস্টার নাজিব মোমেন

আগস্ট ২৯, ২০২৫ ১০:৪৬
Link Copied!

পাবনা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, ফ্যাসিবাদের মূল শিকড় উপড়ে দিতেই শিক্ষার্থীরা জীবন দিয়েছে। ফ্যাসিবাদের রক্ত চক্ষুকে দেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না। নতুন করে ফ্যাসিবাদের মতো চোখ রাঙাতে চায় কুচক্রী মহল। বেড়া সাঁথিয়ার মাটিতে কোনো আওয়ামী দোসরদের পুনর্বাসন হতে দেওয়া হবে না। চাঁদাবাজী, দখলদারিত্ব, ট্যাগ ও বিভাজনের রাজনীতি করলে জনগণ আপনাদেরও লালকার্ড দেখাবে।

‎শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরাম আয়োজিত জুলাই যোদ্ধাদের ভাবনায় ৬৮ পাবনা-১ আসন শীর্ষক আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বাগমারায় কুদাপাড়া মাদ্রাসার এডহক কমিটির সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

‎তিনি বলেন, বৈষম্য ও বঞ্চনা থেকে মুক্তি পেতেই শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তারা ট্যাগ ও বিভাজন মুক্ত দেশ দেখতে চেয়েছিল। আগামীতে যারাই সংসদে আসবেন জুলাই যোদ্ধাদের স্মৃতি রক্ষা করতে হবে। জুলাই যোদ্ধারা যেভাবে চাইবে আগামীতে সেভাবে দেশ গঠন করতে হবে। কর্মহীন বেকার যুবক থাকবে না। তরুণদের চাকরির ব্যবস্থা করতে হবে। অবকাঠামো উন্নয়ন ও প্রকৃত প্রশিক্ষণ মূলক শিক্ষা দিতে হবে। নৈতিকতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

‎পাবনা-১ আসনের এ সংসদ সদস্য পদপ্রার্থী বলেন, ভারতীয আধিপত্যবাদকে রুখে দিতেই বিপ্লব সংগঠিত হয়েছে। আগামীতেও এসব আধিপত্য রুখে দিতে হবে। আগামীতে যারাই সরকার গঠন করবেন, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিবেন। স্বৈরাচারের দাপট ক্ষনস্থায়ী। জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করবেন। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করবেন। বৈষম্য ও বিভাজনের রাজনীতি শুরু করবে আপনারাও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ আর নেই

আগামীতে জনগণের রায় পেলে সাঁথিয়া ও বেড়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। অবহেলিত এ অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে। বাবার রেখে যাওয়া কাজকে সম্পূর্ণ করা হবে। তার স্বপ্নকে বাস্তবায়ন করা হবে।

‎সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরামের সভাপতি সৈয়দ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও উপদেষ্টা সাঈদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স পাবনার আহ্বায়ক রাসেল হোসাইন, শহীদ জুলকারনাইনের বাবা আব্দুল হাই হাদী, সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনিছুর রহমান, ইমাম হোসেন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক, শিবিরের কেন্দ্রীয় নেতা মুতাসিম বিল্লাহ সাদ, জুলাই ওরিয়ার্স পাবনার আহ্বায়ক আরিফুল ইসলাম, সাঁথিয়া উপজেলা ছাত্রদল নেতা সালমান বিশ্বাস।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক চর্চার পথ নতুন করে খুলে দিয়েছে

‎এসময় আরও উপস্থিত ছিলেন, সাঁথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান, পৌর যুব বিভাগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার সহ সবাইকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।