নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। ভোর ৫:০৫। ১২ অক্টোবর, ২০২৫।

বিভাজনের রাজনীতি নয়, বিএনপি ঐক্যের রাজনীতি চায়: রায়হান

অক্টোবর ১১, ২০২৫ ১১:৪৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেছেন, ‘আজ দেশের মানুষ পরিবর্তন চায়। জনগণ চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে তাদের ভোটের অধিকার সুরক্ষিত থাকবে। বিএনপির ৩১ দফা রূপরেখা সেই গণতান্ত্রিক ভবিষ্যতের দিকনির্দেশনা। এই রূপরেখার মূল লক্ষ্য ক্ষমতার জন্য বিভাজন নয়, বরং জাতিকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করা। কারণ ঐক্যবদ্ধ জাতিই পারে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শক্তির বিজয় নিশ্চিত করতে।’

আরও পড়ুনঃ  ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

শনিবার (১১ অক্টোবর) বিকেলে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের সুফিপাড়া বাজারে ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ বিষয়ক উঠান-বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নির্বাচন সুষ্ঠু করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন সিইসি

বিএনপির নেতা রায়হান বলেন,“আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চাই। জনগণ যেন আমাদের আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে স্পষ্ট ধারণা পায়, সেজন্য ৩১ দফা রূপরেখা ঘরে-ঘরে, গ্রামে-গ্রামে পৌঁছানো আমাদের লক্ষ্য। জনগণের আস্থা ফিরিয়ে আনাই আমাদের মূল উদ্দেশ্য।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।