স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বৃহস্পতিবার (৩১ আগস্ট) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১ রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-৮ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৭ জন, কাশিয়াডাঙ্গা থানা-৭ জন ও কর্ণহার থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ২৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার হয়।ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
Developed by BDITHOST