নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৮:৪৭। ২ সেপ্টেম্বর, ২০২৫।

বিমানে ‘বার্ড স্ট্রাইক’, মৃত্যুর মুখ থেকে ফিরলেন দেড় শতাধিক যাত্রী

সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:৫৪
Link Copied!

অনলাইন ডেস্ক : মহারাষ্ট্রের নাগপুর জেলা থেকে কোলকাতাগামী একটি উড়োজাহাজ উড্ডয়নের পর মাঝ আকাশে ‘বার্ড স্ট্রাইক’-এর কারণে ফের নাগপুরে ফিরে এসেছে। আজ মঙ্গলবার ঘটেছে এ ঘটনা।

নাগপুর বিমানবন্দরের জ্যেষ্ঠ পরিচালক আবিদ রুহি জানিয়েছেন, উড়োজাহাজটি ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে ইন্ডিয়া টিভিকে তিনি বলেন, “আজ ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নাগপুর বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার পর ফের বিমানবন্দরে ফিরে এসেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বার্ড স্ট্রাইকের কারণে ফিরে এসেছে বিমানটি। আমরা বিষয়টি তদন্ত করছি, তদন্তের পর আরও তথ্য জানা যাবে।”

আরও পড়ুনঃ  নুরের ওপর হামলায় সারাদেশে বিক্ষোভের ডাক, উপদেষ্টার পদত্যাগ দাবি

১৬০ থেকে ১৬৫ জন যাত্রীবাহী সেই ফ্লাইটটি ইতোমধ্যে বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

এক বিবৃতিতে ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, “আজ ২ সেপ্টেম্বর মঙ্গলবার নাগপুর থেকে কোলকাতাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই৮১২ নম্বর ফ্লাইটটি টেক অফ করার কিছুক্ষণ পর আকাশে বার্ড স্ট্রাইকের মুখে পড়ে। তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলটরা নাগপুর বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানটি ঠিক আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। এ কারণে আজকের ফ্লাইটটি বাতিল করা হয়েছে।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

প্রসঙ্গত, আকাশে উড়োজাহাজের সঙ্গে পাখি কিংবা বাদুড়ের সংঘর্ষকে বার্ড স্ট্রাইক বলা হয়। আকাশে এমন ঘটনা প্রায়েই হয় এবং অনেক সময় বিমানের প্রপেলারের মধ্যে পাখি ঢুকে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে।

আরও পড়ুনঃ  ভালো কাজের মাধ্যমে জনগণের সাথে সংযোগ স্থাপনে বিএনপি নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

বার্ড স্ট্রাইকের জেরে মাঝ আকাশে বিমান বিধ্বস্ত হওয়া এবং সব যাত্রীর মৃত্যু— এমন ঘটনা অনেক ঘটেছে।

সূত্র : ইন্ডিয়া টিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।