এম এ রশীদ, সিলেট : সিলেট বিয়ানীবাজারে প্রধান শিক্ষকের অশালীন আচরণসহ বিদ্যালয় সংশ্লিষ্ট নানা বিষয়ে এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্ত গ্রহণের অভিযোগে শিক্ষার্থীরা ৮ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন প্রধান শিক্ষক জাহিদুর রহমান।পরে বিয়ানীবাজার থানা পুলিশ অবরুদ্ধ অবস্থা থেকে তাঁকে উদ্ধার করে। স্থানীয়রা জানান,প্রধান শিক্ষক জাহিদুর রহমানের বিরুদ্ধে অসদাচারণ,শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ,বিদ্যালয়ের বিষয়ে এখতিয়ার বহির্ভূত বিভিন্ন সিদ্ধান্ত একা গ্রহনসহ নানা অভিযোগ রয়েছেন।গত বছরের সেপ্টেম্বর মাসেও তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ তদন্ত করেন এবং আচরণগত ত্রুটি পরিবর্তনের নির্দেশনা দিয়েছিলেন। সোমবার দুপুর থেকে শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে।তারা এক পর্যায়ে প্রধান শিক্ষক জাহিদুর রহমানকে নিজ কার্যালয়ে অবরুব্ধ...
Developed by BDITHOST