নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৮:০৭। ৯ মে, ২০২৫।

বিয়ানীবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা শাখার আয়োজনে সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় বিয়ানীবাজার পৌর শহরের অভিজাত একটি রেস্তোরায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান জয়নাল এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আজিজ ইবনে গণির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মজির উদ্দিন আনসার।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান।বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ‘লোকন’ লিটল ম্যাগাজিন, লন্ডন এর সম্পাদক কবি ওয়ালী মাহমুদ,লাউতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইফতেখার আহমদ,জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা অর্থ সম্পাদক ইবান হোসেন,মহিলা বিষয়ক সম্পাদিকা আায়শা সিদ্দিকা তান্নি,আইন বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ খান মামুন,বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুশফাকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক,অর্থ সম্পাদক ছালেহ আহমদ প্রমুখ

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা শাখার অর্থ সম্পাদক সালেহ আহমদ, জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলার নির্বাহী সদস্য মামুনুর রশিদ খান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা ও উপজেলা শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।