
স্টাফ রিপোর্টার : লিবিয়ায় থাকতেন মাসুম মন্ডল (২৭)। সেখান থেকেই ফেসবুকে পরিচয় এক তরুণীর সঙ্গে। দেশে ফিরে মাসুম ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিয়ের নাটক সাজিয়েছিলেন। তারপর একসঙ্গে বসবাসও করতেন। কিন্তু তরুণী গর্ভবতী হলেই পালিয়ে যান মাসুম মন্ডল। এ নিয়ে মামলা করলে র্যাব মাসুম মন্ডলকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজশাহী বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫, সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। মাসুম মন্ডলের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার উথুলি পূর্বপাড়া গ্রামে। বুধবার (২৯ অক্টোবর) সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই তরুণী ঢাকায় কর্মরত অবস্থায় তার সঙ্গে লিবিয়া প্রবাসী মাসুম মন্ডলের পরিচয় হয় এবং দেড় বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মাসুম দেশে ফিরে এসে গত ১১ ফেব্রুয়ারি ওই তরুণীর গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন...
Developed by BDITHOST