নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। দুপুর ১২:২২। ১০ মে, ২০২৫।

বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ডিসেম্বর ৩, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম আবু রায়হান (২৮)। রাজশাহীর বাগমারা উপজেলার লাউবাড়িয়া এলাকায় তার বাড়ি। শনিবার দিবাগত গভীর রাতে মেহেরপুরসদরের কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল।

রোববার সকালে র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেএ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভুক্তভোগীরসঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছিলেন আসামি আবু রায়হান। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি একাধিকবার তাকে ধর্ষণ করে। সবশেষ গত ৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীর ঘরে গিয়ে ধর্ষণ করে। পরে বিয়ের চাপ দিলে আসামি ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায়।

এর প্রেক্ষিতে রাজশাহীর বাগমারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। এরপর আসামি আবু রায়হান আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল শনিবার রাতে মেহেরপুরে অভিযান চালিয়েরায়হানকে গ্রেপ্তার করে। আসামিকে থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।