অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন নায়িকা; সে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যক্তিজীবনের এক আক্ষেপের কথা তুলে আনলেন। এক বক্তব্যে অপু বিশ্বাস হাসতে হাসতেই জানান, সাধারণত বিয়েতে মেয়েদের যে ঐতিহ্যবাহী উপহার, অর্থাৎ সংসার গোছানোর জন্য ফার্নিচার- যেমন খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা ইত্যাদি, এসব দেওয়া হয়। কিন্তু এসব তিনি তার বিয়ের সময় পাননি। সে কথাই একরকম আক্ষেপের সুরে অপু বিশ্বাস বলেন, ‘যে কোনো ধর্মেই দেখেন, বিয়ের পর মেয়েকে প্রথমেই সংসার গোছানোর জন্য কিছু দেওয়া হয়—একটা খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা... মানে পুরো ফ্ল্যাটটা সাজিয়ে দেওয়া হয়। যদিও আমি মেয়ে, কিন্তু আমি পাইনি।’...