নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১২:৪১। ২ জুলাই, ২০২৫।

‘বিয়ে করতে চাই না, তবে একজন সঙ্গী চাই’

জুন ১৩, ২০২৫ ২:০০
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা দত্ত। বলিউডের অন্যান্য জনপ্রিয় তারকার মতো বিয়ে করতে চান না তিনি। কিন্তু একজন ভালো সঙ্গীর খোঁজে রয়েছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী দিব্যা দত্ত হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি একজন ভালো সঙ্গী খুঁজে পাই, তাহলে বিয়ে করতে আমার আপত্তি নেই। তবে জীবন একা থাকলেও সুন্দরভাবে চলে। অকার্যকর একটি সম্পর্কে থাকার চেয়ে নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি মূল্যবান। সম্পর্কের জন্য নিজেকে ছোট না করে নিজেকে ভালোবাসা আরও জরুরি।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

দিব্যা জানান, ‘অনেক পুরুষের মনোযোগ পেয়েছেন এবং সেটি তিনি উপভোগও করেছেন। তবে সম্পর্কের মূল সৌন্দর্য হলো গভীর যোগাযোগ- যেখানে অনুভব করা যায়, কেউ সত্যিই আপনার পাশে আছে। এমন অনেক বন্ধু আছে যাদের উপস্থিতিতে আমি পরিপূর্ণ অনুভব করি। আর নিজের জন্য আমি নিজেই যথেষ্ট।’

তিনি আরও বলেন, ‘আমি বিয়ে করতে চাই না, তবে এমন একজন সঙ্গী চাই, যার সঙ্গে ভ্রমণে যেতে পারি। আর যদি সেটাও না হয়, তাহলেও আমি পুরোপুরি সুখী। এমন একটা সময় ছিল, যখন মনে করতাম সঙ্গী ছাড়া জীবন অসম্পূর্ণ। এখন বুঝি, সেটা ভুল ধারণা ছিল। এখন আর আমি আমার অনুভূতি বাইরে প্রদর্শন করি না।’

আরও পড়ুনঃ  রুয়েট ক্যাম্পাসে চাকরির হাতছানি: তরুণ প্রকৌশলীদের নিয়ে জমজমাট ক্যারিয়ার ফেয়ার

এদিকে, বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন কারিশমা কাপুর। এই অভিনেত্রীর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর আর নেই। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন রিকশাওয়ালা ভাইয়েরা: স্থানীয় সরকার উপদেষ্টা

ইন্ডিয়ান গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, ব্যবসায়ী সঞ্জয় কাপুর একজন পোলো প্রেমী। সোনা নামে একটি পোলো টিমের মালিক ছিলেন তিনি। নিজে পোলো খেলেন এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার পোলো খেলার সময়ে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। চিকিৎসা নেওয়ারও সুযোগ পাননি সঞ্জয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।