
অনলাইন ডেস্ক : বিয়ে না করেই মা হতে চান দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এমন ইচ্ছার কথা জানান তিনি। শ্রুতি বলেন, ‘বিয়ের ধারণাটি আমার কাছে খুবই ভয়ের।’ যদিও আনুগত্য ও প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসী, তবে সম্পর্ককে কাগজের একটি টুকরোর মাধ্যমে আইনি স্বীকৃতি দেওয়াটা অস্বস্তিকর মনে করেন তিনি। তবে বিয়ে নিয়ে দ্বিধা থাকলেও, মা হতে চান শ্রুতি। তিনি মনে করেন, সন্তানের যথাযথ লালন-পালনের জন্য দুই অভিভাবকের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তবে ভবিষ্যতে মাতৃত্বের স্বাদ নিতে দত্তক নেওয়ার কথাও বিবেচনা করছেন অভিনেত্রী। দক্ষিণী সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। বলিউডে অভিনয় করলেও সাফল্য সেভাবে না পেলেও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার আলাদা জনপ্রিয়তা রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা রাখঢাক না...
Developed by BDITHOST