অনলাইন ডেস্ক : শুরুটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে। ফলে বাংলাদেশ নারী দল নিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপে বেশ আশা সঞ্চার হয়েছিল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দলও। কিন্তু ১০৩ রানে ৬ উইকেট তুলে নিয়েও ৪ উইকেটের হতাশার হার তাদের সঙ্গী হয়েছে। চার ম্যাচে তিনটিতে হারলেও এখনও সেমিফাইনালে খেলার সুযোগ আছে টাইগ্রেসদের সামনে। ইংল্যান্ডের কাছে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো পাত্তাই পায়নি বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের খেলা কেবল ওই ম্যাচটিই ছিল একপেশে। ২২৮ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ১২৭ রানেই গুটিয়ে বড় হার দেখে। এরপর অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে ছিল জ্যোতি-স্বর্ণারা। প্রোটিয়াদের ৭৮ রানে ৫ উইকেট তুলে নিলেও ম্যাচ নিজেদের পক্ষে নিতে পারেনি শেষ মুহূর্তের নাটকীয়তায়। এমনকি ২৩২ রান করা বাংলাদেশের হার...
Developed by BDITHOST