
অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল ৮ দল। পরের আসরে এই সংখ্যা আরো বাড়ছে। আগামী আসর থেকে আরো ২টি দল বাড়িয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নারী ওয়ানডে বিশ্বকাপের পরের আসর মাঠে গড়াবে ২০২৯ সালে। সেবার মূল পর্বে খেলবে মোট ১০ দল। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। সর্বশেষ নারী বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। এবার দল সংখ্যা বাড়ায় আগামী আসরেও বাংলাদেশের খেলার পথ প্রশস্ত হয়েছে। আইসিসির এমন উদ্যোগের পেছনে কাজ করেছে গত আসরের সফলতা। ভারতেয় অনুষ্ঠিত সর্বশেষ আসরে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ায় এবার আইসিসিও দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দর্শক উপস্থিতি স্পর্শ করেছে নতুন উচ্চতা। পুরো আসরে প্রায় তিন...
Developed by BDITHOST