
অনলাইন ডেস্ক : আজ থেকে ভারতের গোয়ায় শুরু হয়েছে বিশ্বকাপ দাবা। বিশ্বকাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশগ্রহণ করছেন। ফাহাদ হারলেও নীড় প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ড্র করেছেন। নীড়ের প্রতিপক্ষ ছিলেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার তারি আরআয়ান। যার রেটিং ২৬৩১। যেখানে নীড়ের রেটিং ২৩৬৯। হাই প্রোফাইল রেটিংধারীর বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার নীড় সাদা ঘুটিতে ড্র করেন। আগামীকাল দ্বিতীয় ম্যাচে নীড় কালো ঘুটি নিয়ে খেলবেন। কালও যদি ড্র হয় তাহলে দুই জনের মধ্যে র্যাপিড খেলা হবে। র্যাপিড খেলা অমীমাংসিত থাকলে তখন ব্লিটজ অনুষ্ঠিত হবে। আর যদি কাল ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার জিতে যান তাহলে তিনি দ্বিতীয় রাউন্ডে খেলবেন। নীড় জিতলে নীড়ও পরের রাউন্ডে খেলবেন। বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের প্রতিপক্ষ ছিল ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ইভানচুক। ফাহাদের (২৪১৬) চেয়ে ২০০ রেটিং...
Developed by BDITHOST