নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১:২০। ১৪ সেপ্টেম্বর, ২০২৫।

বিশ্ববিদ্যালয় থেকে দলীয় রাজনৈতিক চর্চা বন্ধের প্রতিশ্রুতি নতুন জাকসু ভিপির

সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১১:১৪
Link Copied!

অনলাইন ডেস্ক : বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় রাজনৈতিক চর্চা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত ভিপি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু।

নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। প্রায় ৫০ ঘণ্টা ধরে ভোট গ্রহণ ও গণনা শেষে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের প্রার্থী হিসেবে বিজয়ী জিতু বলেন, ‘৩৩ বছরের চাওয়া পূর্ণতা পেয়েছে। দলমত বিবেচনা না করে সবাইকে নিয়ে কাজ করব।’

আরও পড়ুনঃ  ডেমরায় বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন, বাবা গ্রেপ্তার

জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আমরা এর আগে দেখেছি যে দলীয় রাজনৈতিক চর্চা শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কিভাবে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসের জন্য আমাদের যেভাবে কাজ করতে হবে, সেভাবেই কাজ করে যাবো।

নবনির্বাচিত ভিপি আরও বলেন, জাকসু বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করে আসছিলাম। ২০১৩ সালের একবার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তাখনকার সরকার তা বাস্তবায়ন হতে দেয়নি। ২০১৯ এ এসে যখন ডাকসু হয় তখনও জাকসু নির্বাচনের জন্য জোর দেয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা হতে দেয়নি।

আরও পড়ুনঃ  চলন্ত ট্রেন থেকে লাফ দিলেন কারিশমা!

‘নির্বাচন পরবর্তী পরিকল্পনা কী’ সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, অনেক প্যানেল থেকে এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্রশিবির থেকে সর্বোচ্চ পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যারা নির্বাচিত হয়েছে সবাইকে নিয়ে দল-মত নির্বিশেষে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।

আরও পড়ুনঃ  জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনপূর্ব প্রতিশ্রুতির প্রস্তাব বিএনপির

জাকসুর ভিপি হিসেবে প্রধান কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য এবং লেজুড়বৃত্তি রাজনৈতিক বন্ধ করার জন্য কাজ করা হবে। গেস্টরুম সংস্কৃতি থাকবে না।’

ভিপি পদে আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৭৯ ভোট।

আর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামসহ বেশির ভাগ শীর্ষ পদে জয় পেয়েছে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।