অনলাইন ডেস্ক : তহবিলের ঘাটতিজনিত কারণে ম্যালেরিয়াবিরোধী বৈশ্বিক অভিযান গতি হারিয়ে ফেলেছে। এই সংকট অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে বড় হুমকি হিসেবে দেখা দেবে ম্যালেরিয়া। ম্যালেরিয়া, এইডস এবং যক্ষা রোগের গবেষণা ও বিস্তাররোধে তহবিলদাতা আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলাসিস অ্যান্ড ম্যালেরিয়া-এর নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস এই সতর্কবার্তা দিয়েছেন। গতকাল বুধবারে এক বিবৃতিতে তিনি বলেছেন, “বর্তমানে ম্যালেরিয়াবিরোধী বৈশ্বিক অভিযানে যে তহবিল সংকট চলছে, তা অব্যাহত থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে এই রোগে মৃতদের সঙ্গে বাড়তি আরও ৯ লাখ ৯০ হাজার জন যুক্ত হবে এবং নতুন এই মৃতদের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুদের সংখ্যা থাকবে কমপক্ষে ৭ লাখ ৫০ হাজার।” বিবৃতিতে তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও অন্যান্য দাতা দেশগুলো ম্যালেরিয়াবিরোধী অভিযানে অর্থ প্রদান অনেক কমিয়ে...
Developed by BDITHOST