প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এটি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে গণমাধ্যমের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে গত দুই দশকে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে অনুমোদিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৩৬৯টি, যার মধ্যে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার সংখ্যা ৫৬১টি। এছাড়া সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ইত্যাদি মিলিয়ে সর্বমোট নিবন্ধিত পত্রিকা সংখ্যা ৩ হাজার ৩১০টি। টেলিভিশন খাতে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৪৫টি এর মধ্যে ৩০টির বেশি সম্প্রচারে রয়েছে। পাশাপাশি রয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং সংসদ টেলিভিশন। তবে ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থানে অনলাইন নিউজ পোর্টালের বিস্তার ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম-নির্ভর সাংবাদিকতা এবং...
Developed by BDITHOST