
পিন্টু আলী, চারঘাট : রোববার (৯ নভেম্বর) দুপুর ১টা। বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও উপস্থিত নেই, পতাকাও টাঙানো হয়নি। অফিস রুমে বসে আছেন একজন শিক্ষক ও একজন অফিস সহকারী। পাশের রুমে রাখা হয়েছে নতুন ভবনের নির্মাণ সামগ্রী। ক্লাসরুম বলতে টিন দিয়ে ঘিরে চারটি ছোট ছোট খোপের মত ঘর তৈরি করা হয়েছে। সেখানে নেই পর্যাপ্ত বসার জায়গা। অধিকাংশ বেঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙা অবস্থায় পড়ে আছে। দেখে বোঝার উপায় নেই এটা কোনো মাধ্যমিক বিদ্যালয়। এমন বেহাল দশা রাজশাহীর চারঘাট উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের। বিদ্যালয়টিতে ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে তিনরুম বিশিষ্ট একতলা ভবনের নির্মাণ কাজ চলছে। নতুন ভবন নির্মাণ করতে গিয়ে পুরনো ক্লাসরুমগুলো ভেঙে ফেলা হয়েছে। ১২ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও দীর্ঘ ২০ মাসেও কাজ শেষ করেনি ঠিকাদার। আবেদন করে...
Developed by BDITHOST