নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ১০:১১। ৩০ অক্টোবর, ২০২৫।

বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মিতবিনিময় সভা

নভেম্বর ১৯, ২০২৪ ৫:১৬
Link Copied!

আরিফুল ইসলাম, রাজশাহী: আজ ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারে “বার্ষিক কর্মশালা ও অংশীজন মিতবিনিময় সভা-২০২৪” আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বিসিএসআইআর-এর সাথে অংশীজনদের সম্পর্ক উন্নয়নে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি শিল্প প্রতিষ্ঠানসমূহকে দেশিয় প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করার প্রতি আহ্বান জানান। দর্শকশ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিগণ, শিল্পোদ্যেক্তাগণ এবং সাংবাদিকবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আহসান হাবীব। তিনি তাঁর বক্তব্যে সংক্ষেপে বিসিএসআইআর-এর বিগত সময়ের অর্জনসমূহ আলোকপাত করেন। এছাড়াও আন্তর্জাতিকমানের গবেষনাগার, দক্ষ জনবল বিশেষভাবে প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের দিকে বিসিএসআইআর-এর কাজ করার বিষয়টির গুরুত্ব আরোপ করেন।

উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো. আহসানুর রাব্বী রাজশাহী গবেষণাগারের বিভিন্ন কর্মকান্ড, উদ্ভাবিত প্রযুক্তি, আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রকাশিত আর্টিকেলের ধারাবাহিক উন্নয়ন এবং জনকল্যাণে পরিচালিত কর্মকান্ড তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় সম্মানিত সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তথ্যবহুল মতামত উঠে আসে। সম্মানিত অতিথিবৃন্দের প্রশ্নগুলোর উত্তর প্রদান করেন বিসিএসআইআর-এর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মো. সেলিম খান। পাশাপাশি তিনি উত্তর অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতি এবং ফল চাষের রপ্তাহির অগ্রগামী করার জন্য আন্তর্জাতিক মান সম্পন্ন এক্রিডিটেড ল্যাব প্রতিষ্ঠার বিষয় তুলে ধরেন। কৃষি উপজাত থেকে অত্র গবেষনাগারে আবিষ্কৃত শিল্পপণ্যের কাঁচামাল, গবাদিপশুর খাদ্য, হাসমুরগির খাদ্য, মৌসুমি ফল সংরক্ষণের উপায়, ভিটামিন সমৃদ্ধ বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট ইত্যাদি বিষয়ক প্রযুক্তি যেগেুলো দেশের অর্থনীতিতে অবদান রাখতে উপযোগী দর্শক-শ্রোতা ও শিল্পোদ্যক্তাদের প্রশংসা পায়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ড. মো. সেলিম খান অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত ও সর্বাঙ্গীন সুন্দর করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।