নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৯:৫৩। ২৯ অক্টোবর, ২০২৫।

বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা

অক্টোবর ২৯, ২০২৫ ৫:৪০
Link Copied!

আরিফুল ইসলাম : অদ্য ২৯ অক্টোবর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), রাজশাহী গবেষণাগারে “বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা-২০২৫” আয়োজন করা হয়।

আয়োজনের প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান, সদস্য (উন্নয়ন), মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, সদস্য (অর্থ), বিসিএসআইআর এবং মোহাম্মদ শহিদুল হক পাটোয়ারী, সচিব, বিসিএসআইআর।

দর্শক শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিগণ, শিল্পোদ্যেক্তাগণ এবং সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ তাঁর বক্তব্যে বিসিএসআইআর এর সাথে অংশীজনদের সম্পর্ক উন্নয়নে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি ‍শিল্প প্রতিষ্ঠানসমূহকে দেশিয় প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করার প্রতি আহবান জানান। বিশেষ অতিথি সদস্য (উন্নয়ন), বিসিএসআইআর, কৃষি উপজাত থেকে অত্র গবেষণাগারে আবিষ্কৃত শিল্প পণ্যের কাঁচামাল, দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি সদস্য (অর্থ), বিসিসআইআর, তাঁর বক্তব্যে বলেন, এই মত বিনিময় সভার মাধামে দেশীয় সম্পদের মান উন্নয়ন করা এবং জনগণের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা রাখবে । বিশেষ অতিথি, সচিব, বিসিএসআইআর, তাঁর বক্তব্যে তিনি সংক্ষেপে বিসিএসআইআর-এর কার্যক্রমের গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন।

উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন নাজিম উদ্দিন আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, তিনি সকল অংশীজনকে আজকের কর্মশালায় স্বাগত জানান। উক্ত মত বিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোছাঃ শারমিনা ইয়াসমিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। তাঁর প্রবন্ধে তিনি বিস্তারিতভাবে রাজশাহী গবেষণাগারের বিভিন্ন কর্মকাণ্ড, উদ্ভাবিত প্রযুক্তি ও প্রণালী, প্রদত্ত বিশ্লেষণমূলক সেবা, আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধের ধারাবাহিক অগ্রগতি, থিসিস শিক্ষার্থীদের তত্বাবধায়ন এবং জনকল্যাণে পরিচালিত কার্যক্রম উপস্থাপন করেন।

উন্মুক্ত আলোচনায় সম্মানিত সকল অংশীজন স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তথ্যবহুল মতামত উঠে আসে। বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক মোঃ হাবিবুর রহমান ভুঞাঁ সন্মানিত অতিথিবৃন্দের প্রশ্নগুলোর উত্তর প্রদান করেন এবং পাশাপাশি তিনি আন্তর্জাতিক মান সম্পন্ন এক্রিডিটেড ল্যাব প্রতিষ্ঠার বিষয় তুলে ধরেন। কৃষি উপজাত থেকে এই গবেষণাগারে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি যেমন শিল্পপণ্যের কাঁচামাল উৎপাদন, মৌসুমি ফল সংরক্ষণের কার্যকর উপায়, এবং ভিটামিনসমৃদ্ধ নানাবিধ ফুড সাপ্লিমেন্ট তৈরির প্রযুক্তি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি একবিংশ শতাব্দীতে বিজ্ঞান গবেষণার মাধ্যমে দেশের শিল্পায়ন, নগরায়ন, উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুঞাঁ অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত ও সর্বাঙ্গীন সুন্দর করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।