নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১১:২৮। ২১ জুলাই, ২০২৫।

বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

জুলাই ২১, ২০২৫ ৬:৪৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ঘোষিত ৪৬তম বি.সি.এস. পরীক্ষা এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই হতে ০৩ আগস্ট (সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা) পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ১১ আগস্ট হতে ২১ আগস্ট (সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা) পর্যন্ত রাজশাহী নগরীর মিশন বালিকা বিদ্যালয়, বুলনপুর, রাজশাহী কোর্ট, রাজপাড়া রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  সেনাসদর নির্বাচনী পর্ষদ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৪জুলাই হতে ০৩ আগস্ট পর্যন্ত এবং ১১আগস্ট হতে ২১ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করলাম। এছাড়া পরীক্ষা গ্রহণের দিনগুলোতে পরীক্ষা গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্র/ভেন্যুর নিকটবর্তী ফটোকপির দোকানসমূহ বন্ধ রাখার জন্য বলা হলো।

আরও পড়ুনঃ  তানোরে হাঁস পালন করে হাফিজুরের আয় লাখ টাকা

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২১ জুলাই আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।