অনলাইন ডেস্ক : সিনেমার নায়িকা শবনম বুবলী। পর্দায় বহু গানেই কোমর দুলাতে দেখা গেছে তাকে। তবে এবার সিনেমার বাইরে, একেবারে নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তিনি।
‘ময়না’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে প্রথমবার নাচলেন বুবলী। যেখানে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। সম্প্রতি এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে বিশাল আয়োজনে শুটিং হয়েছে ময়নার। এটি ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান, যা মুক্তি পাবে ২৪ জুলাই।
ময়না শিরোনামের গানটি গেয়েছেন জাতীয় পুরস্কার পাওয়া সংগীতশিল্পী কোনাল। আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কোনালের সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার।
গানচিল এর আগে ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ এবং ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো মজার, নাচের ছন্দে ভরা গান উপহার দিয়ে আলোচনায় এসেছে। সেই ধারাবাহিকতায় এবার ‘ময়না’ গানকেও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠাটি যা আগামী ২৪ জুলাইয়ের ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে।
গানটি প্রসঙ্গে নায়িকা বলেন, বলতে পারেন এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। শুধু মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারে একেবারেই নতুন অভিজ্ঞতা। আসিফ ভাইয়ের লেখায় কোনাল আপু গানটি গেয়েছেন। গানটি এতোটাই পার্টি মুডের যে গানটা একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। পুরোপুরি নাচের গান। মনে হয়েছে, স্টেজে সব সময় যেটা পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত। সে হিসেবে করেই সিনেমার বাইরে হলেও গানটিতে পারফর্ম করা।
গানটির গীতিকার আসিফ ইকবাল ববুবলীর একটি ছবি সামাজিক যোগাযোযোগ মাধ্যমে শেয়ার করে লেখেন, ‘বুবলী আসছে ময়না হয়ে/ ময়না নাচবে, ময়না নাচাবে।’ এর আগে ১৬ জুলাই নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের ছবি শেয়ার করে গানটির ইঙ্গিত দিয়েছিলেন, লিখেছেন, ‘জীবন কি আসলে বদলায়?’ ছবির ওপর লেখা ছিল, ‘আগুন লাগাইয়া বুকে কই পালালি’।
গানটিতে পারফর্ম করা দারুণ ও নতুন অভিজ্ঞতার বলে জানালেন শরাফ আহমেদ জীবনও। তিনি বললেন, ‘বুবলী একজন অসাধারণ অভিনেত্রী। সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়িকাদের একজন সে। তার সঙ্গে এভাবে একটি নাচের গানে পারফর্ম করাটা সত্যিই আমার জন্য দারুণ এক অভিজ্ঞতার। এই অভিজ্ঞতা অর্জনের জন্যেই আমিও এতে কাজ করতে রাজি হয়েছি। আমার মনে হয়েছে এমন একটি কাজের সঙ্গে থাকতে পারলে মন্দ হয় না। তাই গানটিতে কাজের প্রস্তাব এলেই রাজি হই। গানটি যেমন নাচের তেমনই মজারও। আমার বিশ্বাস প্রকাশের পর দর্শকরাও আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে একই কথা বলবেন।’
গানটি নিয়ে কণ্ঠশিল্পী কোনাল বলেন, আসিফ ভাইয়ের যে ধরণের গান লেখেন ময়না তার চেয়ে ভিন্ন ধরণের গান। তার লেখা ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’ গেয়েছি আমি। সেগুলো পুরোপুরি সিয়াস রোমান্টিক গান। এবার ময়না গানটি একদিন আমাকে শুনিয়ে বললেন গাইতে। দারুণ পার্টি সং। বিনাবাক্যে রাজি হয়ে গেলাম। দারুণ নাচের গান। বুবলী এতে পারফর্ম করলেন। এটা আরও দারুণ সমন্বয়।
গানটির ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘চেষ্টা করেছি মজার ও নাচের একটি ভিডিও বানাতে।’