
স্টাফ রিপোর্টার : ঈদের এক দিন আগেই রাজশাহীর সিটিহাটে গরুর দাম কিছুটা কমেছে। আজ মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টির কারণে এ অঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটের স্বাভাবিক ছন্দে ছেদ পড়ে। বৃষ্টির কারণে হাট জমজমাট না হওয়ায় কিছুটা কম দামেই গরু বিক্রি হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রথম দফা বৃষ্টি হয় রাজশাহীতে। এতে কাদাপানিতে ভরে যায় সিটিহাট। দুপুর সাড়ে ১২টা এবং দেড়টার দিকে আরও দুই দফা বৃষ্টি হয়। এতে ক্রেতারা ছন্নছাড়া হয়ে যান। এমন পরিস্থিতিতে গরুর দাম কিছুটা কমে যায়। তবে হাটে গরুর তুলনায় ক্রেতার সংখ্যাই বেশি দেখা যায়। আশপাশে আরও অনেক পশুর হাট বসার কারণে সিটিহাটে এদিন গরু কম তোলা হয়েছিল বলে জানা গেছে। হাটে গরু কিনতে এসেছিলেন রাজশাহী নগরীর মহিষবাথান উত্তরপাড়া মহল্লার বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি...
Developed by BDITHOST