নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১১:০০। ৮ মে, ২০২৫।

বৃষ্টির পেটে ম্যাচ, তবুও সিরিজ জয় বাংলাদেশের

মে ৮, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের শেষ ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যদিও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত হয়েছে। ৬ ম্যাচ সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছে আজিজুল হক তামিমের দল।

সিরিজের শেষ ম্যাচে আজ কলম্বোতে দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। ৩৯ ওভার ১ বল খেলা মাঠে গড়ানোর পরই শুরু হয় বৃষ্টি। টানা তিন ঘণ্টার বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও সুখকর ছিল না। কোনো রান না করেই বিদায় নেন ওপেনার জাওয়াদ আবরার। এরপর দলের হাল ধরেন কালাম সিদ্দিকি অলিন এবং আজিজুল হাকিম তামিম। অলিন সেট হয়েও ইনিংসকে বড় করতে পারেননি, ফিরে যান ৩১ রান করে। তখনো ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন অধিনায়ক তামিম।

এরপর রিজান হোসেনকে নিয়ে সাবধানে এগোতে থাকেন তামিম, নিজেও তুলে নেন অর্ধ-শতক। পরবর্তীতে রিজানও ব্যাট হাতে আগ্রাসী হতে থাকেন। তামিম ছিলেন সেঞ্চুরির পথযাত্রী, তবে ব্যক্তিগত ৯৪ রানে থাকা অবস্থায় বিদায় নেন তিনি।

পরে রিজানের সঙ্গে দলের হাল ধরেন উইকোটকিপার ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ। ইনিংসের ৪০তম ওভারে শুরু হয় বৃষ্টি। স্কোরবোর্ডে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে বাংলাদেশ। এরপর আর বল মাঠে গড়ায়নি। রিজান ৪৮ এবং আব্দুল্লাহ অপরাজিত থাকেন ব্যক্তিগত ৫ রানে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।