
স্টাফ রিপোর্টার: ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা মারপিট এবং আটকের প্রতিবাদে রাজশাহী নগরীতে দ্বিতীয় দিনের মত শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বৃষ্টি উপক্ষে করে নগরীর জিরোপয়েন্টে জড়ো হয়। এরপর সেখানে তারা বিক্ষোভ ও মানববন্ধন করেন। প্রায় ঘন্টাব্যাপী জিরোপয়েন্টে চলে তাদের বিক্ষোভ ও মানবন্ধন। নগরীর জিরোপয়েন্ট মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সোনাদিঘি মোড় হয়ে, মহিলা কলেজ দিয়ে নগর ও পরে রেলগেটে গিয়ে শেষ করেন। শিক্ষার্থীদের দাবি, হয় তাদের পূর্ণমার্ক ৫০ দিতে হবে, নইলে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিতে হবে। শিক্ষার্থীরা বলছে, গতকাল সোমবার তাদের আন্দোলন চলাকালে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পুলিশ অনেক শিক্ষার্থীকে পিটিয়েছে।...
Developed by BDITHOST