হেলাল উদ্দীন, বাগমারা : বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বাগমারায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মাস্টার ইউসুফ আলী, অধ্যাপক রফিকুল ইসলাম, সমির উদ্দীন, অধ্যাপক দুলাল হোসেন ও শাহিন রেজা শাহিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেরাজ আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসাহাক আলী, ভবানীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দীন দুলাল এবং ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুন্টু প্রাং।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জর্জ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রদল নেতা সারোয়ার ইসলাম রাকিব, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক সাকিবুল ইসলাম ও সদস্য সচিব মোনাইম হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করা হয়।
