নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। বিকাল ৫:৫৮। ১৪ সেপ্টেম্বর, ২০২৫।

বেড়ায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালন

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৪:১৪
Link Copied!

বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার একাংশকে আবারও সংযুক্ত করে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেড়ার বাসিন্দারা। এতে বেড়া পৌর এলাকার যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে।

হরতাল সমর্থকরা বলছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা-১ আসনের আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত। আমাদের দাবি বেড়া উপজেলার একাংশকে আবরও সংযুক্ত করতে হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীর পুঠিয়ায় বিএসটিআই’র অভিযানে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, সীমানা পুনর্বহালের দাবিতে হরতাল পালন করছেন। স্বাভাবিকভাবেই হরতাল চলছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাঁথিয়া ও বেড়া থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত।

আরও পড়ুনঃ  সুদমুক্ত ঋণ আদায়ে সরকার কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে: এম সাখাওয়াত হোসেন

উল্লেখ্য, সাঁথিয়া উপজেলা ও পৌরসহ বেড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার বাকি ৫টি ইউনিয়ন নিয়ে পাবনা-২ আসন ছিল। কিন্তু গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে শুধু সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।