নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ২:৫০। ১০ সেপ্টেম্বর, ২০২৫।

বেতন বৃদ্ধির আশ্বাসে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

সেপ্টেম্বর ৯, ২০২৫ ৯:৩১
Link Copied!

স্টাফ রিপোর্টার : বেতন বৃদ্ধির আশ্বাসে দীর্ঘ ৪১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক আলী পাখি বাস চলাচল শুরুর ঘোষণা দেন।

মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার পর থেকে ঢাকার সঙ্গে রাজশাহীর বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এ সময়ের মধ্যে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ ট্রাভেলস এবং শ্যামলী ট্রাভেলসের বাস চলাচল পুরোপুরি বন্ধ ছিল। হঠাৎ এ সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

আরও পড়ুনঃ  দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে : পরীমণি

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- একটি আপ-ডাউন ট্রিপে চালকের বেতন ২০০০ টাকা করতে হবে, সুপারভাইজারের বেতন ১১০০ টাকা এবং হেলপারের বেতন ১০০০ টাকা নির্ধারণ করতে হবে, খাবারের জন্য জনপ্রতি ১০০ টাকা ও হোটেল ভাড়া বাবদ ২০০ টাকা দিতে হবে, প্রতিবছর বোনাসেরও দাবি তাদের। সোমবার সারাদিনেও একতা ছাড়া অন্য কোনো বাস ঢাকা যায়নি। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অবশেষে ৪১ ঘণ্টা পর আবার স্বাভাবিক হলো এ রুটের বাস চলাচল।

আরও পড়ুনঃ  সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন: জ্বালানি উপদেষ্টা

এ বিষয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক আলী পাখি জানান, মালিকপক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে আশ্বাস দিয়েছেন এবং বিষয়টি বাস্তবায়নের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছেন। এ আশ্বাসের ভিত্তিতেই আপাতত রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।