
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বেতারের শিল্পীদের সম্মানি বৃদ্ধি ও উৎসে কর প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের সামনে শিল্পীরা এ কর্মসূচি পালন করেন। এতে সভাপতিত্ব করেন বেতার শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল। মানববন্ধন থেকে রাজশাহী বেতারে কর্মরত সংগীত, বাদ্য, কণ্ঠ, অভিনয়, নৃত্য, গম্ভীরা, সংবাদকর্মীসহ সকল শিল্পীদের ১০ ভাগ উৎসে কর প্রত্যাহার করে সম্মানির বৃদ্ধির দাবি জানানো হয়। শিল্পীরা দাবি জানান, বর্তমান উর্দ্ধগতির বাজারে শিল্পীদের যে সম্মানি তা যথাযথ নয়। মাত্র ২৫০ টাকা দিয়ে একজন শিল্পী কোনমতেই চলতে পারেন না। তাদের যে সম্মানি সেটাও তারা মানুষের কাছে বলতে পারেন না। সরকার যেমন বিভিন্ন ভাতা চালু করে মানুষকে স্বচ্ছলতা এনেছেন, তেমনি শিল্পীদেরও সম্মানি বৃদ্ধি ও উৎস কর প্রত্যাহার করে তাদের ভাল রাখতে হবে।...
Developed by BDITHOST