
অনলাইন ডেস্ক : লা লিগায় চলতি মৌসুমটা ভালোমন্দ মিলিয়েই কাটছে রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগ বা কোপা দেল রে'র লড়াইয়ে অপ্রতিরোধ্য রিয়াল যে এবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা খোয়াতে যাচ্ছে, তা একপ্রকার নিশ্চিতই বলা চলে। সবশেষ ম্যাচে পুচকে জিরোনার বিপক্ষেও বড় হার হজম করতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। তবে ফিরতি ম্যাচে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে কার্লো আনচেলত্তি শিষ্যরা। শনিবার (২৯ এপ্রিল) লা লিগার খেলায় নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুতে আলমেরিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিক করেছেন করিম বেনজেমা। বাকি গোলটি করেন রদ্রিগো। আলমেরিয়ার পক্ষে ব্যবধান কমানো গোল দুটি করেন ল্যাজারো ও রবার্তনে। চ্যাম্পিয়ন্স লিগ কিংবা কোপা দেল রে’তে অপ্রতিরোধ্য দলটা লিগে এবার অধারাবাহিক কেন? অবশ্যই বেনজেমার নিয়মিত খেলতে না পারা একটা বড় কারণ হতে পারে। গত মৌসুমে লিগে ৩২ ম্যাচে ২৭...
Developed by BDITHOST