নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৫:৪১। ১৫ অক্টোবর, ২০২৫।

বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক

অক্টোবর ১৩, ২০২৫ ৫:৪৫
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিন করে রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার ১২অক্টোবর দুদক যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন এ রিমান্ডের আবেদন জানান। ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুর রহমান খান সেলিম।

আরও পড়ুনঃ  বাগমারায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায় দুদক। এ সময় নারী কাস্টমস কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনকে আটক করা হয়। অভিযানের সময় হাসিব উদ্দিনের কাছ থেকে ঘুষের দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা উদ্ধার করা হয়, যা তিনি শামীমা আক্তারের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানান দুদক কর্মকর্তারা।যশোর জমি কেনা

আরও পড়ুনঃ  ৭ দিনের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ঘোষণা না এলে মহাসড়ক অচলের হুঁশিয়ারি

ঘটনার পর দুদক মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাবির শিক্ষক, গুরুতর আহত সহকর্মী

সর্বশেষ রোববার দুদকের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়। বিচারক আগামী ১৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। একই দিনে তাদের জামিন আবেদনেরও শুনানি অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।