মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৪ টায় বেনাপোলের দি সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ মতিয়ার রহমান, আল-মোদারীপ ইন্টারন্যাশনাল-এর প্রোপ্রাইটর। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন উজ্জ্বল বিশ্বাস (উৎস এন্টারপ্রাইজ), সহ-সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আব্দুল লতিফ (রাতুল ইন্টারন্যাশনাল), মোঃ মহিউদ্দিন (আল আমিন এন্টারপ্রাইজ) ও মোঃ সাজিদুর রহমান (এস. আর. বিজনেস কর্ণার)। মোঃ জিয়াউর রহমান (রাহাদ ট্রেডার্স) সাধারণ সম্পাদক, মোয়াজ্জেম হোসেন লিপু (লিপু ইন্টারন্যাশনাল), নূরুল আমিন বিশ্বাস (বিশ্বাস ট্রেডার্স) এবং আব্দুল করিম (সান এন্টারপ্রাইজ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া এইচ. এম. আবুল বাশার, মোঃ ওসমান গণি, মোঃ বাবুল হোসেন, শাহিন হোসেন,...
Developed by BDITHOST