
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : আগামী ২০২৬ সালের জাঁকজমকপূর্ণ ঈদুল ফিতর ও ঈদুল আযহার জামাতের প্রস্তুতি হিসেবে বেনাপোল পৌরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য ৪ হাজার ফিট কার্পেট হস্তান্তর করা হয়েছে। গত ঈদুল ফিতর ও ঈদুল আযহায় বেনাপোলের ঐতিহ্যবাহী বল ফিল্ড কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অল্প পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল। সেখানে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডা. নাজিব হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া এবং পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিনসহ স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করেন। তবে সেই সময়ে মাঠে সামিয়ানার ব্যবস্থা থাকলেও পর্যাপ্ত জায়নামাজের অভাব দেখা দেয়। এ অবস্থায় বেনাপোল পৌরবাসী ও ঈদগাহ কমিটি, পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জায়নামাজ সরবরাহের আবেদন করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার ১৪ নভেম্বর সকালে ১৬০ ফিট...
Developed by BDITHOST