
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: দেশকে ইনসাফভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৫যশোর -১ শার্শা আসনে জামায়াত মনোনীতপ্রার্থী করার, কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা ও সাবেক সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। সোমবার ৩ নভেম্বর, বিকাল ৩ টার সময় জনাব মোঃ ইমামুল ইসলামের সভাপতিত্বে বেনাপোল সিনিয়র মহিলা মাদ্রাসা (সভাপতি বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ড)প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি পাড়া মহল্লায় জামায়াতের মহিলা সংগঠনের তালিম সভার ও নারী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট করার আহ্বান জানান। মাওলানা আজীজুর বলেন,ঘুষ ও দুর্নীতি মুক্ত দক্ষ প্রশাসন ও বৈষম্যহীন সুবিচারপূর্ণ সমাজ গড়া, বেনাপোল বন্দরকে দেশ ও শার্শা উন্নয়নের সোপান করে গড়ে তোলা,পরিবার সমাজ ও কর্মস্থলে নারীদের জন্য সম্মানজনক অবস্থান গড়া,খাল বিল ও বাঙ্গুর বাওড়গুলো দখলমুক্ত...
Developed by BDITHOST