মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেনাপোলে দক্ষিন-পশ্চিম রিজিয়নাধীন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে.কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি সংবাদ সন্মেলন করেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বেনাপোল সহ শার্শা সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদকের চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বেনাপোল বিজিবি ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিও এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সীমান্তবর্তী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র টহল কার্যক্রম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জ,নড়াইল এবং যশোর ৩টি জেলার ১১টি সংসদীয় এলাকায়...
Developed by BDITHOST