নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১:০৪। ২৮ অক্টোবর, ২০২৫।

বেনাপোলে পুলিশের অভিযানে হোরোইন মাদক ব্যবসায়ী আটক

অক্টোবর ২৭, ২০২৫ ১১:৩০
Link Copied!

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: সোমবার ২৭অক্টোবর সকাল ৭ টার সমায় বেনাপোলে অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইন সহ মাদক ব্যবসায়ী কে সোহাগ হোসেন (৩৭)কে আটক করেছে পুলিশ।

আটক আসামী সোহাগ হোসেন, যশোরের শার্শা উপজেলায় লক্ষণপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিনে জনৈক ডাক্তার মোহাম্মাদ আলী এর বাড়ীর ভাড়াটিয়া পলাতক আসামী কাকুলি খাতুন (২৪) এর ঘরের ভিতর হতে হেরোইন সহ সোহাগ কে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পলাতক আসামী কাকুলি খাতুন পালিয়ে যায়। পলাতক আসামীকে আটকের জন্য অভিযান চলছে।

বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।