নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১১:৪৬। ২০ সেপ্টেম্বর, ২০২৫।

বেনাপোলে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু’ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন

সেপ্টেম্বর ২০, ২০২৫ ১১:০৫
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার বাসিন্দা, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে আক্রান্ত হয়ে শনিবার সকালে তিনি বেনাপোল পৌর সভার সাত নম্বর ওয়ার্ডের গাজীপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সাদামাঠা জীবনের অধিকারী, মিষ্টভাষী ও সদালাপী। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা ও এলাকাবাসীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুনঃ  যেসব দাবি নিয়ে আজ মাঠে নামছে জামায়াতসহ সাত দল

বিকাল আছর বাদ নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে গাজীপুর গণকবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুনঃ  বিএনপি নেত্রীর মিথ্যাচারের প্রতিবাদ ছাত্রশিবিরের

রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক কাজী নাজিব হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়াসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দীন ইসলাম দীনু মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরাম।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনে হলভিত্তিক ভোটকেন্দ্রের তথ্য প্রকাশ

সহযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আলী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।