মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরে প্রায় দুই কোটি টাকার সোনার বারসহ আটক মনিরুজ্জামানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার পুলিশের চাওয়া পাঁচদিনের আবেদনের শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি মনিরুজ্জামান বেনাপোলের পুটখালি গ্রামের উত্তরপাড়ার আব্দুল কাদেরের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি ক্যাম্পের একটি টহল দল। এসময় সেখান থেকে মনিরুজ্জামানকে নয়টি সোনার বারসহ আটক করা হয়।
যার আনুমানিক মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। এই ঘটনায় শার্শা থানায় মামলা করা হয়। পরে আসামি মনিরুজ্জামানের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বুধবার শুনানি শেষে তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।