বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে বেসরকারি আল আরাফাত সিকিউরিটি আউটসোর্সিং জনবল সরবরাহের নামে অর্থ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এই কোম্পানির দায়িত্বে থাকা ইনচার্জ আমিন শিকদার এই অর্থ বাণিজ্যের হোতা বলে জানা গেছে। বেনাপোল বন্দরে নিরাপত্তায় বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান আল আরাফাত সিকিউরিটিজের ১৪৩ জন সদস্য কর্মরত আছেন। আর এই প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনচার্জ আল আমিন শিকদার স্থানীয় সহজ সরল সাধারণ মানুষদের চাকরির নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি আল আরাফাত সিকিউরিটি ইনচার্জ আমিন শিকদারের মাধ্যমে নিয়োগ বানিজ্য, ছুটি দিয়ে টাকা আত্মসাৎ, বন্দর গেট ও প্যাসেঞ্জার টার্মিনাল গেট থেকে নগদ অর্থ উত্তোলনের অভিযোগ মিলেছে। পূর্বের বেসরকারি পিমা সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকা আল আমিন শিকদার মোটা অংকের টাকার বিনিময় আল আরাফাত সিকিউরিটির ইনচার্জ হিসেবে দায়িত্ব নেন।...
Developed by BDITHOST