
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : গত ১৩ অক্টোবর সম্প্রতি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ম্যানিজিং কমিটি’র সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম এর সাথে ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন এর স্কুল সংক্রান্ত বিষয়ে মনোমালিন্যের ঘটনা ঘটে,যা পরবর্তীতে উভয়ের মধ্যে মতঐক্যের ভিত্তিতে বিষয়টি মীমাংশা সহ নিস্পত্তি হয়। কিন্তু একটি পক্ষ অতি উৎসাহী হয়ে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু তৈরী করে ম্যানেজিং কমিটি’র সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের বিরুদ্ধে বিষাদাগার অভিযোগ তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। যা,কমিটি’র সভাপতি,শিক্ষক এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যান্ত অবমাননাকর ও মানহানিকর। বিষয়টি সুরাহার জন্য আজ ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে নিজ অফিস কক্ষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন এক বিবৃতিতে সাংবাদিকদের জানিয়েছেন, “আমি মোঃ আহসানুল কবীর, প্রধান শিক্ষক, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, শার্শা, যশোর। গত ১৩/১০/২৫ ইং তারিখে...
Developed by BDITHOST