নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১:৩৫। ৭ জানুয়ারি, ২০২৬।

বেনাপোল সীমান্তে ভারতীয় মাদকসদৃশ্য সিরাপসহ আটক ১

ডিসেম্বর ২৭, ২০২৫ ৩:৪৭
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পোর্ট থানার পুটখালী এলাকা থেকে ভারতীয় মাদকসদৃশ্য উইন কেরেক্স সিরাপসহ হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি)।

আরও পড়ুনঃ  শার্শা উপজেলা ও বেনাপোলে টানা শীতের দাপটে বিপাকে প্রান্তিক মানুষ

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পুটখালী গ্রামের কানাইখাল পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক হাবিবুর রহমান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রমজান আলীর ছেলে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ নারী ও ১ যুবক গ্রেপ্তার

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযানে মাদকসদৃশ ১৩ বোতল ভারতীয় উইন কেরেক্স সিরাপ এবং ৬ বোতল ভারতীয় কফরিলিফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।