নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৮:৪০। ২৯ আগস্ট, ২০২৫।

বেনাপোল সীমান্তে ৮৫ কেজি গাঁজাসহ আটক ১

আগস্ট ২৯, ২০২৫ ৫:৫০
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানা মানকিয়া গ্রাম থেকে ৮৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। আটক ব্যক্তির বয়স ১৮ বছরের কম হওয়ায় তার নাম-ঠিকানা প্রকাশে আইনি বাধা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুনঃ  বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোলে লিফলেট বিতরণ

শুক্রবার (২৯ আগস্ট) ভোরে লাল্টুর বসতবাড়ির নির্মাণাধীন ইটের তৈরি ভবনের সিঁড়ির নিচ থেকে গাঁজার চালান ও আসামিকে আটক করা হয়।

র‌্যাব ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানান, ২৮ আগস্ট ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্বপাড়া) এলাকায় জনৈক লাল্টুর বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  নাচোল উপজেলায় আসন্ন ১৩ তম জাতীয় নির্বাচনী উপলক্ষে বিএনপির কমিটি গঠন

পরে সেখানে অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবনের সিঁড়ির নিচ থেকে চারটি বস্তায় ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

আরও পড়ুনঃ  বাউবি নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি অধিগ্রহণ নামজারী সম্পন্ন

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।